ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:১২ পিএম

কিশোরগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি বর্তমান বাংলাদেশ

 কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (৩ নভেম্বর ) সকালে করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বালিয়াপাড়া গ্রামসহ আশেপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে হাওর অঞ্চলের ধান ও মালামাল আনা-নেওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর উদ্যোগে ধনু নদীর তীর থেকে বালিখলা পর্যন্ত নিজেদের জমির উপর রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমির উপর রাস্তা নির্মাণে প্রশাসনের অনুমতি না থাকায় কাজ বন্ধ হয়ে যায়।

এ সময় তারা আরও বলেন, এই রাস্তা নির্মাণ হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কাউকে চাঁদা দিতে হবে না। তাই দ্রুত এই রাস্তাটি নির্মাণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুতারপাড়া ইউনিয়নের পুরান চামড়া এলাকার ফাইজ উদ্দিন, বালিয়াপাড়া গ্রামের কুতুব উদ্দিন, সুতারপাড়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক সাধারণ কৃষক।

মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীরা দ্রুত রাস্তা নির্মাণের দাবী করে বিক্ষোভ মিছিল করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!