ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার বিসিক শিল্পনগরী র ৩ মাস ধরে পানি পাচ্ছেন না শিল্প কারখানার মালিকরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:৫২ পিএম

মৌলভীবাজার বিসিক শিল্পনগরী র ৩ মাস ধরে পানি পাচ্ছেন না শিল্প কারখানার মালিকরা

নানা সমস্যায় বছরের পর বছর বিকশিত হয়নি মৌলভীবাজার বিসিক শিল্পনগরী। একমাত্র পানির উৎস হওয়ায় উৎপাদন কার্যক্রম দূরের কথা কারখানা মালিক ও কর্মচারীদের নিত্য ব্যবহার্য পানিও পাচ্ছি না। অথচ উক্ত পানি সাপ্লাইয়ের জন্য বিসিক বাধ্যতামুলকভাবে সকল ফ্যাক্টরী হতে মাসিক বিল আদায় করে থাকে। ড্রেনেজ ও পানি নিস্কাষণ সমস্যা, ভঙ্গুর রাস্তা, বিভিন্ন অফিসের হয়রানি, নিরাপত্তা সমস্যার কথা এবং সমাধানের লক্ষ্যে ৬ দফা দাবি তুলে ধরেন কারখানা মালিকরা। অসংখ্য কারখানা শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। লোকসান ঘুনতে হচ্ছে কারখানা মালিকদের। 
বিসিকের দেয়া দেয়া তথ্যমতে, ১৯৮৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সময়ে মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় ১৪ দশমিক ৫৯ একর জায়গা নিয়ে বিসিক শিল্পনগরী বাস্তবায়ন করা হয়। রাস্তা, প্রশাসনিক ভবন এলাকা ও মসজিদ বাদে ১১ দশমিক ৫৯ একর জায়গায় ১০১টি প্লট তৈরি করা হয়। 
মৌলভীবাজার বিসিক শিল্পনগরী গিয়ে দেখা যায়,পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বিভিন্ন রাস্তার আশপাশ জুড়ে ময়লা-আবর্জনার স্তূপ। একইভাবে আশপাশে রাস্তার একাংশজুড়ে ভাঙা ইট-মাটির স্তূপ। এতে শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যের পানি স্থানে স্থানে আটকে আছে। অবাদ চলাফেরার সুযোগ থাকায় রাতের আঁধারে বখাটে মাদকাসক্তদের আড্ডা বসছে। ফলে নিরাপত্তাহীনতায় রয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। 
জানা যায়, যে নিত্য ব্যবহার পানি,অজু,গোসল, এমনকি বাথরুমের ব্যবহৃিত পানি ও পাচ্ছি না। পানির অভাবে বিভিন্ন ফ্যাক্টরিরে কাজ করতে পাচ্ছে না শ্রমিকরা। অধিকাংশ ফ্যাক্টরি এখন বন্ধ হওয়ার উপক্রম। বিভিন্ন ফ্যাক্টরির সুবিধা -অসুবিধা, দেখবে সরকারি¡। এদিকে বুধবার ১৩ আগস্ট বিসিক শিল্প নগরী এলাকায় মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে পানি সাপ্লাই না থাকাসহ নানা সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন শিল্প কারখানার মালিকরা।
বিসিক শিল্পীনগরীর জেরিন ফুড ইন্ডাস্ট্রিস পরিচালক মোহাম্মদ জহিরুল হক বলেন আমাদের পানির সমস্যা হলো প্রায় ৩ মাস আগে পানির পাম্প নষ্ট রয়েছে। ইতিমধ্যে অফিসে তারা সমস্যা সমাধান না করে, নিজেদের জন্য টিউবওয়েল স্থাপন করছে। বিদ্যুতের ট্রান্সমিটার নষ্ট হয়ে গেলে,৩ দিন হয়ে যায় ঠিক হয় না। বিভিন্ন সমস্যা কারনে আমাদের ব্যবসার নানা ভাবে ক্ষতি হচ্ছে।
বিসিক শিল্পীনগরীর বেঙ্গল ফুডের ম্যানজার ওয়াদ মিয়া জানান দীর্ঘ তিন মাস যাবত পানি পাচ্ছি না অনেকগুলো ফ্যাক্টরি। পানির যে ব্যবস্থা ছিল, তা নষ্ট হয়ে গেছে। বারবার বলার শর্তে ও তারা আমাদের বিভিন্ন অযুহাত দেখাচ্ছে। সরকারি জায়গায় ব্যক্তিগত টিউবওয়েল কী ভাবে বসায়.? জিজ্ঞেস করলে বলে যে এটা তাদের ব্যক্তিগত টিউবওয়েল। মৌলভীবাজার বিসিক শিল্পনগরীর একজন উদ্যোক্তো বলেন মৌলভীবাজার আমি ২০০৭ সাল থেকে এখানে শিল্প কারখানা নিয়ে আছি। পানির সমস্যা অনেক দিন ধরে দেখে আসচ্ছি।
বিসিক শিল্পীনগরীর গ্রীণডা ট্রাস্ট ইডাস্টিস ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক বিসিক শিল্পীনগরী মালিক সমিতির যুগ্ম আহবায়ক হিরাজ আলী জানান মৌলভীবাজার বিসিক শিল্পীনগরীর বিভিন্ন সমস্যায়। বিসিক পাম্প থেকে যে পানি দেওয়া হয়, পাম্পের কোনো সমস্যা সমাধান করা হচ্ছে না। এটার দূর্ত সমাধানের জন্য আমরা কতৃপক্ষের কাছে দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন জানাচ্ছি। 
মৌলভীবাজার বিসিক শিল্পনগরী উপ-ব্যবস্থাপক মোঃ মাহামাদুল হাসান বলেন প্রায় ২ থেকে ৩ মাসের মতো ব্যবসারিরা পানি পাচ্ছে না। আমরা ব্যক্তিগত ভাবে অফিসের পাশে টিউবওয়েল বসেছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং টিকাদার কে আমাদের দিক থেকে যতটুকু পেসার দেওয়া দরকার ততটুকু দিচ্ছি। কাজের মান যতটুকু তদারকি করা দরকার এবং মালিকদের কে বলছি আপনাদের প্রতিনিধি কে ওখানে রাখবেন। যাতে কোনো ক্রমেই কাজ নি¤œ মানের না হয়। যত দূর্ত সম্ভব এখানে পানির ব্যবস্থা করা হবে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!