ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বেখেয়ালী যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্য

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৩:১৯ পিএম

বেখেয়ালী যুবকের ট্রেনে কাটা পড়ে  মৃত্য

নওগাঁর আত্রাই ট্রেনের কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার বটতলী নামক স্থানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম (১৯) উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আত্রাই ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২ টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু খেয়াল না করায় ট্রেনটি পিছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মনিরুল নিহত হন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করাই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!