বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই সত্যিকারের দেশসেবা।
তিনি বলেন, মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।
আজ শনিববার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে ব্যবিস্টার কায়সার কামালের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এই আয়োজনের সহযোগিতায় ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপি জনগণের দল, দেশের কল্যাণে কাজ করে আসছে। জনগণের রায় অনুযায়ী ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে।
লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
এদিন প্রায় চার সহস্রাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেন। চোখ, মেডিসিন, গাইনি, শিশু, বক্ষব্যাধি, নিউরো মেডিসিন, অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগে প্রায় ৮০ জন চিকিৎসক স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন। রোগীদের মাঝে বিতরণ করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও হালকা খাবার।
ছবি : সাংবাদিকদের সাথে কথা বলছেন ব্যারিস্টার কায়সার কামাল

আপনার মতামত লিখুন :