নওগাঁর আত্রাইয়ে গতকাল সোমবার (৩ নভেম্বর) সকালে নাটোর-নওগাঁ মহাসড়কের খোলাপাড়া নামক স্থানে মোটরসাইকেল চুরির সময় স্থানীয় জনগণের হাতে হাতেনাতে আটক হয়েছেন এক চোর। পরে তাকে আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ স্থলে গিয়ে উক্ত চোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং চোরকে নওগাঁ জেলার হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে আত্রাইয়ের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা মমিন ইসলাম পিতা: মৃত সামসুর রহমান তার মোটরসাইকেলটি খোলাপাড়ায় নাটোর-নওগাঁ মহাসড়কের পাশে স্ট্যান করে রেখে পার্শ্ববর্তী একটি বাসায় ব্যক্তিগত কাজে যান।
এই সুযোগে রাজশাহী জেলার বিমানবন্দর থানার বায়া-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কুড়ানের ছেলে জিয়াউল হক (৪২) মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরসাইকেলটি চুরি হওয়ার মুহূর্তে মালিক সাহেবগঞ্জ মমিন ইসলামের মা বিষয়টি দেখতে পান এবং দ্রুত চিৎকার শুরু করেন।
মায়ের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করেন। সাধারণ জনতা ধাওয়া করে মোটরসাইকেলসহ চোর জিয়াউল হককে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয় জনগণ চোরকে আটক করে আত্রাই থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে চোরকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, স্থানীয়দের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা সাধারণ জনতাকে ধন্যবাদ জানাই। আটককৃত চোর জিয়াউল হকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদে তার সাথে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

              
            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :