জাতীয় নাগরিক পার্টির (এনসিপি`র) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাহফুজার রহমান চৌধুরী রুবেলকে আহ্বায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম দিপুকে সদস্যসচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ৯টি বিভিন্ন পদে এবং সদস্যপদে ৫১ জনকে রাখা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব বাদে অন্য পদগুলোতে থাকা নেতারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোজাহারুল হক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, আখিয়ার পরাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মান্নান, মো. জিয়াউর রহমান, মো. গোলাম রাব্বানী এবং এস এম জাহিদ রাব্বানী রশিদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব খায়রুজ্জামান প্রভাত, যুগ্ম সদস্য সচিব সুজন কুমার মন্ডল, তৌফিকুর তপু, আব্দুল হান্নান, মো.নুরুজ্জামান শেখ, তৌফিক আহমেদ তুলিন এবং রাহাত চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান রনি, বিপুল হাসান শিবলু, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, আবু আসাদ নওসের আজম এবং আকরাম হোসেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাহফিন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান আলীর নাম অনুমোদন করা হয়েছে।
প্রতিক্রিয়া জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, আমি শুরুতে জাতীয় নাগরিক কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির যাত্রায় প্রথম থেকেই ছিলাম। আমি সব সময়ই চেয়েছি, সৎ এবং যোগ্য মানুষেরা যেন দায়িত্বে আসে।
তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা গত রোববার রাতে জেলা কমিটির অনুমোদন দিয়েছেন। আমি মনে করি কেন্দ্রীয় কমিটি এখানে সৎ এবং যোগ্য দেরই মনোনীত করেছে। এজন্য নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি যারা নেতৃত্ব পেয়েছেন তারা সাংগঠনিক ভাবে দলকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে, সেই সাথে সাধারণ জনগণের মন জয় করতে সক্ষম হবে।
এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল বলেন, নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্যান্য দলের তুলনায় বেশি। দল এখন প্রাথমিক অবস্থানে আছে, অল্প সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তোলায় এখন আমাদের মূল লক্ষ্য।

              
            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :