ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ইস্কন নিষিদ্ধের দাবিতে মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫৯ পিএম

ইস্কন নিষিদ্ধের দাবিতে মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি বর্তমান বাংলাদেশ

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আত-তুর মুসলিম পরিষদ নামে একটি  সংগঠন। 
এসময় তারা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন- ইস্কনের সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম শহীদ আলিফকে জবাই করে হত্যা‍‍`র বিচার দ্রুত কার্যকর,গাজীপুর মসজিদের খতিবকে গুম করে হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশিষ্ট এই ইস্কনকে নিষিদ্ধের দাবি জানায়।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর, আত-তুর মুসলিম পরিষদের উদ্যোগে মোহনগঞ্জ বড়  মসজিদের সামনে থেকে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে 
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। শত শত জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

মুফতি হুজাইফা খান,মাওঃ শোয়াইব বিন মুজিব, মাওঃ মাহমুদুল হাসান মওদূদ, মাওঃ মঞ্জুরুল আহসান, মাওঃ রাকিবুল ইসলাম,সাদেক হোসেন খোকা, মাওঃ আরমান হোসেন বাক্কি
এতে সংগঠনের নেতাকর্মী,স্থানীয় আলেম উলামা-সহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা অংশ নেন।

এ সময়, "ইস্কন" ‘জঙ্গি সংগঠন’ দাবি করে আত-তুর মুসলিম পরিষদের নেতারা বলেন, ইস্কন একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইস্কন’কে নিষিদ্ধ করতে‍‍`ই হবে। ইস্কন এর নামে তারা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বর্তমান বাংলাদেশ

Link copied!