ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, স্থানীয়দের হাতে আটক তিনজন

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০৫ পিএম

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, স্থানীয়দের হাতে আটক তিনজন

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যার অভিযোগে তিনজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে এ ঘটনা ঘটে।

নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। 
এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয়ও পুলিশসূত্রে জানা গেছে, গতকাল রাতে রায়টুটী ব্রীজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 
এসময় তিনি জানান, স্থানীয়রা আসামীদের আটক করে পুলিশে খবর দেয়। ওখানে আমাদের টিম গিয়েছে। আসামীদের ট্রলারে করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!