ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১২:৪০ পিএম

কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির কাঁঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির জন্য আমাদের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সকল স্কুলে উপবৃত্তির টাকা পেলেও আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেনা। এছাড়া তিনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার, ক্লাসরুম ঝাড়ু, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। বাচ্চারা কাজ করতে না চাইলে তাদেরকে মারধর ও বকাবকি করেন। ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। এছাড়া প্রধান শিক্ষক শাহানাজ পারভীন অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বিলম্বে স্কুলে আসেন এবং দুপুর ১টা দেড়টার মধ্যে চলে যান। অফিসের কাজের অজুহাতে প্রায়ই বিদ্যালয়ে  অনুপস্থিত থাকেন। বিদ্যালয়টিতে সমাবেশের কোন ব্যবস্থা নেই। এসব অনিয়মের কোন অভিভাবক প্রতিবাদ করলে তাকে নানা হুমকি দামকি দেওয়া হয় এবং শাসানো হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু বিভিন্ন অভিভাবদের দেখে নেওয়ার হুমকি দেন।

আমরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্ত মূলক বিচার ও অত্র বিদ্যালয় থেকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরো অনেকে।

এ বিষয়ে প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, আমরা উপবৃত্তির তালিকা দিয়েছি সার্ভার জটিলতার কারনে আমাদের বিদ্যালয় সহ সারাদেশের আরও কিছু বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পায়নি। উর্ধতন কর্মকর্তারা বলছে সার্ভার জটিলতা কেটে গেলে সবাই উপবৃত্তি পাবে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!