ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১২:০৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!