ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

*শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:২১ পিএম

*শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

ছবি বর্তমান বাংলাদেশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযানে অপহৃত স্কুলছাত্রী (১৬)-কে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামি শাকির মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের সার্বিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। শনিবার (০১ নভেম্বর) রাতে এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাকির মিয়াকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর  বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌঁছালে অভিযুক্ত শাকির মিয়া (২৬), পিতা- সামছু মিয়া, সাং- শংকরসেনা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-২, তারিখ- ০১ নভেম্বর ২০২৫ খ্রিঃ)।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!