ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ভবন নির্মাণে অনিয়ম, রাজউক যেন ঘুমিয়ে!

তাসলিমা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৪:৩৯ পিএম

ভবন নির্মাণে অনিয়ম,  রাজউক যেন ঘুমিয়ে!

ছবি- বর্তমান বাংলাদেশ।

রাজধানীর  দক্ষিণখান থানাধীন কাওলার পশ্চিম পাড়ার ওয়াজেদ আলী। রাজউক থেকে ৬ কাঠা জমিতে বহুতল ভবন নির্মাণের অনুমতি নেন।
যা রাজউকের নিয়ম মেনেই করার কথা। কিন্তু ওয়াজেদ আলী নিজের ক্ষমতা বলে রাজউকের আইন অমান্য করে নিজের ইচ্ছে মত তৈরি  করছেন বহুতল ভবন।
৪০% জায়গা ছাড় দিয়ে ভবন নির্মাণ করার আইন থাকলেও, তিনি তার ধারে কাছে না গিয়ে ৩ তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন। যা ইমারত নির্মাণ আইন ও বিধিমালা সুপ্পষ্টভাবে লংঘন।

জায়গা অনুপাতে প্রতি তলায়  সেটব্যাক সহ প্রায় ২৫৯২ স্কয়ার ফিট এর অনুমতি থাকলেও  ভবন মালিক  প্রতি তলায়  প্রায় ৩১০০ স্কয়ার ফিট করে ভবনটির ৩ তলা পর্যন্ত কাজ সম্পন্ন  করেছে। এতে করে ভবনটির  প্রতি তলায় প্রায় ৫০০ স্কয়ার ফিট বর্ধিত করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ভবন নির্মাণে  তথ্যসম্বলিত সাইনবোর্ড ও  সেফটি নেট ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও তিনি তা ব্যবহার করছেন না।
ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে ভবন মালিক ওয়াজেদ আলী‍‍`কে  প্রশ্ন করলে তিনি বলেন
আমি ৩ তলার কাজ শেষ করে ৪ তালার কাজ চলমান রেখেছি, প্রতিনিয়তই আমার এখানে রাজউকের ইন্সপেক্টর আসে, রাজউকের সাথে যোগসাজ না থাকলে কি  আমি ৩ তালা পর্যন্ত ভবন নির্মাণ সম্পন্ন করতে পারতাম। ৪র্থ তলার কাজ চলমান, এখন পর্যন্ত  রাজউক আমাকে কোন বাধা সৃষ্টি করেনি।  
অন্য দিকে জোনাল ইন্সপেক্টর জানায় আমি তাকে মৌখিকভাবে অভিযোগ করেছি, এখনো কেউ নকশা নিয়ে আসে নাই।পরবর্তীতে মালিকপক্ষের কেউ না আসলে নোটিশ করা হবে। তবে রাজউকের মোবাইল কোড চলমান আছে, যেকোনো সময় উক্ত ভবনে মোবাইল কোড পরিচালনা করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!