ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৪৫ পিএম

আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার এক

ছবি-বর্তমান বাংলাদেশ।

গাজীপুরের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল ওয়াদুদ (৫০)।


শুক্রবার ( ১২ সেপ্টেম্বর)  এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল  ইসলাম। এসময় তার কাছ থেকে ১টি একনালা বন্দুক (দেশী আগ্নেয়াস্ত্র) ১টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড, ১টি  চামড়ার ব্যাগ, নগদ টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর গোয়েন্দা ও আভিযানিক দল এসকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য চিহ্নিত করছে এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলির সামনে থেকে ১জন অস্ত্রধারী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।  


গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!