রাজধানী উত্তরার আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ সার্জেন্ট শান্ত ও তার টিম। শুক্রবার তাদের আটক করা হয়।
পুলিশ সার্জেন্ট শান্ত জানান, গতরাতে প্রতিদিনের মত রাস্তায় ডিউটি করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করে এই মাদক পাওয়া যায়। পরে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :